সব থেকে কম বাজেটের মধ্যে পিসি বানানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন AMD প্রেসেসর । বাংলাদেশে AMD প্রসেসর এর ব্যবহার এক দম কম কিন্তু AMD অত্যন্ত ভালো মানের CPU তৈরি করে । এবং র্যাম ব্যাবহার করতে পারেন ২ গিগাবাইট এবং স্টোরেজ বা হার্ড ডিস্ক আপনার ইচ্ছামত নিতে পারেন । এটা দিয়ে আপনার অফিস সহ বিভিন্ন হাল্কা কাজ করতে পারবে এবং মাঝে মাঝে হাল্কা গেমও খেলতে পারেন যেমন Need for speed most wanted, vice city . আপনার এই হাল্কা কাজের জন্য প্রেসেসর এর স্টক ফ্যনই যথেষ্ট CPU কে ঠান্ডা রাখার জন্য এবং মাদার্বোর্ড হিসাবে ব্যবহার করতে পারেন MSI এর মাদার্বোর্ড । MSI এর মাদার্বোর্ড অনেক জনপ্রিয় এবং যথেষ্ট পরিমানে ভালো ।
প্রসেসর - AMD Sempron 2650 1.45 GHz Processor - ৩,১০০ টাকা
মাদারর্বোর্ড - MSI AM1M AMD DDR3 Mainboard - ৩,১০০ টাকা
র্যাম - Twinmos 2GB DDR3 1333 - ১,২০০ টাকা
হার্ড ডিস্ক - Toshiba 1TB SATA Desktop HDD - ৩,৭০০ টাকা
ডিভিডি রাইটার - Samsung SH-S223 - ১,৩০০ টাকা
ক্যাসিং - ২,০০০ টাকা
মোট - ১৪,৪০০ টাকা
সর্বশেষ আপনার পছন্দ মত মনিটর এবং কিবোর্ড মাউস কিনে নিবেন । মনিটর হিসাবে আমি রিকমেন্ট করব Dell E1916H 18.5 Inch LED Monitor কেনার জন্য । অত্যন্ত ভালো মানের বাজেট মনিটর । এবং এটির জন্য আপনার খরচ হবে ৬,৫০০ টাকা । অর্থাৎ ২০,০০০ এর মধ্যে হয়ে পড়ছে আপনার পুরো কম্পিউটার । আবারো বলছি বাজারে দামাদামি করবেন, দাম অনেক কমে যাবে কারন এখানে সরাসরি মার্কেটের দাম বলা আছে ।
বিবরন ঃ
প্রসেসর - AMD Sempron 2650 1.45 GHz Processor
AMD SEMPRON™ APU PROCESSORS | ||
---|---|---|
Model Number | 3850 | 2650 |
AMD Radeon™ Brand | Radeon™ R3 Graphics | Radeon™ R3 Graphics |
CPU Cores | 4 | 2 |
CPU Clock Speed | 1.3 GHz | 1.45 GHz |
TDP | 25W | 25W |
Total Dedicated L2 Cache | 2MB | 1MB |
Radeon™ Cores | 128 | 128 |
GPU Clock Speed | 450 MHz | 400 MHz |
GCN Technology | Yes | Yes |
Platform | AM1 | AM1 |
DDR3 Speed | 1600 | 1333 |
মাদারর্বোর্ড - MSI AM1M AMD DDR3 Mainboard - ৩,১০০ টাকা
র্যাম Twinmos 2GB DDR3 1333
Module Specification | 204Pin Unbuffered SO-DIMM |
IC Config | 128x8 or 256x8 |
Capacity | 2GB |
Data Transfer Bandwidth | 10600MB/sec (DDR3-1333) |
CL-value | 7-7-7-20 |
PCB Structure | 6-layer PCB |
Working voltage | 1.5V |
Warranty | Lifetime warranty |
হার্ড ডিস্ক - Toshiba 1TB SATA Desktop HDD
ডিভিডি রাইটার - Samsung SH-S223
ভাই আমি যদি মাদারবোর্ড যদি আর একটু দামি দেই তাহলে যেমন,,4500-5000 এর মদ্ধে,,এবং গ্রাফিক্স টাকে আর একটু ভালো করে লাগানো যাবে,,,যেহেতু আমি মাঝে মাঝে হাল্কা গ্রাফিক্স এর কাজ করব,,তাহলে বাজেট কত হবে,,
ReplyDelete