Features

এখানে বিল্ড কনফিগারেশনকে ৩ ভাগে ভাগ হবে ।

১) সাধারন ইউজার
২) গেমিং ইউজার
৩) ভিডিও এডিটিং ইউজার





সাধারন ইউজার
যারা নতুন পিসি কিনতে চায় খুব কম খরচের মধ্যে অথবা যাদের পিসি সম্পর্কে কোনো আইডিয়া নেই যে সাধরন কাজের জন্য কি পিসি কিনব অথবা মাঝে মাঝে গেম খেলতে চান পিসিতে এমন কি পিসি কিনব, core i5 কিনব আমার কাজের জন্য নাকি core i3 আমার জন্য যথেষ্ট হবে তাদের জন্য এই অপশন ।






গেমিং ইউজার
যারা নতুন গেমিং পিসি কিনতে চায়, গেমিং পিসি এর জন্য কোনটা বেশি গুরুত্বপুর্ণ তা বুঝতে পারে না অথবা সবই বুঝতে পারেন কিন্তু আপনার বাজেট এর মধ্যে কোনটা বেশি ভালো হবে, নরমাল বাজেট গেমিং থেকে শুরু করে প্রফেশনালদের জন্য বিল্ড গাইড এবং ইনফর্মেশন এখানে দেওয়া থাকবে । গেমিং ইউজারদের জন্য এই অপশন ।





ভিডিও এডিটিং ইউজার
যারা পিসিটা কিনবেন মুলত ভিডিও এডিটিং এবং গেম দুটাই করার জন্য অথবা শুধু এডিটিং পিসি কিনবেন কিন্তু জানেন না যে ভিডিও এডিটিং পিসি এর জন্য কি কি কিনলে আপনাদের জন্য ভাল হবে এবং কোন গ্রাফিক্স হলে ভালো হবে তাদের জন্য এই অপশন । 

Unknown

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

No comments:

Post a Comment